জিবিনিউজ 24 ডেস্ক //
বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে বিরক্ত হন। অথচ ট্রল হতে তার দারুণ মজা লাগে! কথা হচ্ছে,‘মোহর’ ধারাবাহিকের নাম ভূমিকার অভিনেত্রী সোনামণি সাহার। সহ-শিল্পী প্রতীক সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণেই নাকি বিবাহবিভ্রাট। সত্যিটা কী? বিষয়টা খোলাসা করলেন অভিনেত্রী নিজেই।
তিনি বলেন, প্রতীক আমার ইন্ডাস্ট্রির বন্ধু। ‘দেবী চৌধুরাণীতে’ও আমার সহ-শিল্পী রাহুলের (মজুমদার) সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিলো। কিন্তু প্রতীকের সঙ্গে সম্পর্কটা একটু আলাদা। ও হচ্ছে সোনামণির টিচার। ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি।
২০১৫ সালে কোরিয়োগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ের পাঁচ বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন কেন? প্রশ্নটা শেষ হতে না হতেই অভিনেত্রীর শর্ত, এই বিষয়ে কথা বলতে চাই না, ব্যক্তিগত জীবন দূরে রাখতে চাই। ওই পর্ব ভুলতে চাই।
পারিবারিক সমস্যা থেকে নিজেকে বার করে আনা সোনামণির পক্ষে কঠিন ছিলো। তার কথায়, সমস্যা তৈরি হয়েছিলো বলেই সরে এসেছি। কিন্তু তার জন্য মানুষের প্রতি বিশ্বাস হারিয়েছি, তা নয়।
ট্রলকে ভয় পান, এমন প্রশ্নে সরাসরি উত্তর, না, বেশ মজা লাগে। আমাকে আর প্রতীককে নিয়ে এতো লোকের আগ্রহ দেখে ভালোই লাগে। নিজেদের মধ্যেও এটা নিয়ে মজা করি। ট্রল কালেক্ট করার শখ রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন