জিবিনিউজ 24 ডেস্ক //
মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে চলা বিক্ষোভে রোববার (১৪ মার্চ) নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত হন। এছাড়া, দেশটির অন্য অঞ্চলে সামরিক সরকারবিরোধী বিক্ষোভে গুলিতে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মিয়ানমারজুড়ে সামরিক জান্তা-বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি ও দমন-পীড়নে শনিবার (১৩ মার্চ) পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে দুই হাজার এক শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স অ্যাডভোক্যাসি গ্রুপ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন