এস এম ফজলুঃ
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আজ ১৫ই মার্চ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী/বেসরকারী অফিসের কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন