মিয়ানমারের দুই জেলায় মার্শাল ল জারি

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

ইয়াঙ্গনের দুইটি জেলায় মার্শাল ল জারি করেছে মিয়ানমারের সেনা-শাসকরা। বিক্ষোভ থামানোর জন্যই এই ব্যবস্থা।

মিয়ানমারে গত ছয় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। ইয়াঙ্গনে রোজই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। সেনা-শাসকদের বিরুদ্ধে এবং সু চি সহ সব নেতাকে মুক্তি ও গণতন্ত্র ফেরানোর দাবিতে। লঠি, গ্যাস, গুলি দিয়েও বিক্ষোভকারীদের থামানো যাচ্ছে না। এবার তাই সামরিক আইন জারি হলো দুই জেলায়।

 

এর ফলে এই দুই জেলায় সেনা বাহিনীর হাতে আরো ক্ষমতা এল। এই দুই জেলায় বিক্ষোভ দেখাতে গিয়ে ১৪ জন মারা গেছেন। তারপরেও বিক্ষোভ থামেনি। স্থানীয় মানুষ জানিয়েছেন, রাস্তা থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

বাগো শহরের এক বাসিন্দা ডিপিএ-কে জানিয়েছেন, উত্তেজনা আরো বেড়েছে। মানুষ বিক্ষোভ থামাতে রাজি নয়। সেনাও বিক্ষোভ থামাতে মরিয়া। ইয়াঙ্গনে রোববারও গুলি চালিয়েছে পুলিশ। তাতে অন্তত তিনজন বিক্ষোভকারী মারা গেছেন। মিয়ানমারের বিভিন্ন জায়গায় রোববার পুলিশের গুলিতে অন্ততপক্ষে সাতজন মারা গেছেন।

গত ৪ মার্চ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল, সেনা শাসকরা জবরদস্তি বিক্ষোভ থামাতে চাইছে। তারা নির্বিচারে মানুষকে ধরছে। আটকে রাখছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন