রেলের টিকিট কাউন্টারের সামনে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সুপারিশ

জিবিনিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার (১৪ মার্চ) রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে জ্বালানি তেল বহনকারী ট্রেন দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, সিলেট-আখাউড়া সেকশনে সেতু পুনঃনির্মাণ ও লাইন পুর্নবাসন প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, চট্টগ্রামের জালানীহাট-চুয়েট- কাপ্তাই রেললাইন নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশ রেলওয়ের কল্যাণ ট্রাস্টের বর্তমান অবস্থার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটি জ্বালানি তেল বহনকারী ট্রেনের দুর্ঘটনার কারণ চিহ্নিত করে প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া রেলস্টেশনের সব টিকিট কাউন্টারের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো সুপারিশ করে কমিটি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন