ইংল্যান্ডে চালু হচ্ছে নতুন বাস লেন, বাড়ানো হবে হাইড্রোজেন বাস

জিবিনিউজ 24 ডেস্ক //

নতুন পরিকল্পনার অংশ হিসেবে শতশত মাইল নতুন বাস লেন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট বলেছে, ৩ বিলিয়ন পাউন্ডের এই পরিকল্পনা অংশ হিসেবে সারা দেশে বাস সার্ভিসের টিকেটের মূল্য কমানো হবে এবং যাএীরা যাতে সহজে এই বাস সার্ভিস ব্যবহার করতে পারে সেই উদ্যোগ নেওয়া হবে।

কভেন্ট্রিতে ন্যাশনাল এক্সপ্রেস ডিপো পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, লন্ডনে যুক্তরাজ্যের প্রথম বৈদ্যুতিক বাস সার্ভিস চালু হতে যাচ্ছে , এতে করে কার্বন নির্গমন এবং দূষণ কমিয়ে আনবে এবং এই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে পরিকল্পনার অংশ হিসেবে ৪ হাজার নতুন বৈদ্যুতিক বা হাইড্রোজেন বাস সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এছাড়াও ডিজেল চালিত বাস বিক্রি বন্ধ এবং এই নিষেধাজ্ঞা কখন কার্যকর হবে তা নির্ধারণের জন্য আলোচনা শুরু হয়েছে বলে জানা যায়। এদিকে ২০১৯ সালের সরকারী পরিসংখ্যান খো যায় ৭ শতাংশ মানুষ বাসে যাতায়াত করেন এবং ৬৮ শতাংশ মানুষ গাড়িতে যাতায়াত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন