কাওছারুল আলম রিটন : করোনাভাইরাসের আক্রান্ত বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট এর বাসিন্দা প্রবাসীদের প্রতিনিধি সিলেট-৩
আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ সহ বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের মাগফেরাতকামনা
করে যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট এর উদ্যোগে এক ভার্চুয়াল দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্টিতহয়েছে।
যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি খায়রুল আলম লিংকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদরুল আলমলিটন এর পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ এরসাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ এর সভাপতি ফকরুল ইসলাম মধু, ওয়েলস আওয়ামীলীগসিনিয়র সহ সভাপতি ও ইউ কে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি ও যুবলীগসিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, লন্ডন মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী,
নিউপোর্ট যুবলীগ সভাপতি শাহ শাফি, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগ সাধারন সম্পাদক শেখ জাফর আহমদ,বাংলাদেশ
এসোশিয়েশন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট এর সভাপতি ফকরুল আলী ও সদস্য সিদ্দেক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ সহ বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের মাগফেরাতকামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মৌলানা মুফতি ইকরাম উদ্দীন ।
বক্তাগন মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর কর্মময় জীবনের স্মৃতিচারন করে বলেন মাহমুদ উস সামাদ চৌধুরী যুক্তরাজ্যে
উচ্চশিক্ষা গ্রহন করে এখানকার আরামের জীবন বিসর্জন দিয়ে তার জন্মমাটি ফেঞ্জুগঞ্জ সহ সিলেটের তথা বাংলাদেশের উন্নয়নেবালাদেশে গিয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত করেন।তিনি প্রথমে নিজের পারিবারিক সম্পদ দিয়ে এলাকার দারিদ্র বিমোচন ওশিক্ষা সামাজিক উন্নয়নে কাজ করেন ।পরবর্তীতে বার বার সংসদ সদস্য নির্বাাচিত হয়ে এলাকার উন্নয়নে তার সর্বশক্তি দিয়ে
এইকরোনাকালীন সময়েও জনগনের জীবনমান উন্নয়নে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তিনি ছিলেন প্রবাসীদের
অতিআপনজন। সকলের নিকট কভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এম পি সহ বিশ্বব্যাপি মৃতসকলের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য যে সিলেট-৩ আসনের তিনবারের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ মাত্র ৬৫ বছর বয়সে কভিড ১৯
ভাইরাসেআক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতাল এ চিকিত্সাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন