জিবিনিউজ 24 ডেস্ক //
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান রোববার (১৪ মার্চ) নিজের ৫৬তম জন্মদিন পালন করেছেন। সোমবারই (১৫ মার্চ) বড় সিদ্ধান্ত নিলেন তিনি। সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম- সর্বত্র একই পোস্ট দিয়েছেন আমির। অভিনেতা লিখেছেন, জন্মদিনে আমাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমার মন ভরে গিয়েছে। আরেকটা খবর আছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় আমি একটু বেশিই সক্রিয়, তাই আমি এই ভণ্ডামি ত্যাগ করছি। আমরা আগে যেভাবে যোগাযোগ রাখতাম সেভাবেই রাখবো। আরেকটি কথা, আমির খান প্রোডাকশনস একটি অফিশিয়াল চ্যানেল শুরু করেছে! ভবিষ্যতে সেখানে আমার ও আমার সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। নাম হচ্ছে, একেপিপিএল ডট অফিসিয়াল। সবার জন্য অনেক ভালোবাসা
নিজের পোস্টের নিচে ইংরাজি হরফে ‘এ’ লিখেছেন আমির।
উল্লেখ্য, গত বছর ‘লাল সিং চড্ডা’র শুটিংয়ের জন্য তুরস্কে গিয়েছিলেন আমির। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরদোগানের স্ত্রী এমাইন এরদোগানের সঙ্গে দেখা করে বিতর্কে জড়ান ‘মিস্টার পারফেকশনিস্ট’। ভারতবিরোধী রাষ্ট্রপতির স্ত্রীর সঙ্গে খোশগল্পে মাতার জন্য নেট দুনিয়ায় অনেকেই আমির খানকে একহাত নেন।
আবার চীনা দ্রব্যের জন্য বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য আরএসএস-এর মুখপত্র ‘পাঞ্চজন্য’তেও তারকার সমালোচনা করা হয়। সেই জন্যই কি এই সিদ্ধান্ত আমিরের? এমন প্রশ্ন উঠছে।
আবার অনেকের মত, মার্কেটিং গুরু আমিরের এ ঘোষণা তার নতুন চ্যানেলের প্রচারের গিমিকও হতে পারে। আবার ছবি সংক্রান্ত কোনো ঘোষণার পূর্বাভাসও হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন