সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
সহস্র ফানুশ উড়িয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর শুভ সূচনা করলো বাংলাদেশ ছাত্রলীগ ।
আজ বুধবার (১৭ মার্চ) রাত ১২ টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সহস্র ফানুশ আকাশে উড়িয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীর শুভ সূচনা করে বাংলাদেশ ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ এই দিনে তদানীন্তন ফরিদপুর জেলার গােপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন