জিবিনিউজ 24 ডেস্ক //
সামরিক অভ্যুত্থান বিরোধীদের হত্যার নির্দেশ দেওয়ায় মিয়ানমার থেকে সেনা সদস্যরাও পালাতে শুরু করেছে। সোমবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও সামরিক জান্তা বিক্ষোভকারীদের ওপর হামলা-নির্যাতন ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীদের হত্যার ব্যাপারে ঊর্ধ্বতনদের নির্দেশ নৈতিকভাবে মানতে না পারায় গত সপ্তাহ থেকে মিয়ানমার থেকে পালাতে শুরু করেছে পুলিশ সদস্যরা। গত কয়েক দিনে দেশ থেকে পালানো তিন শতাধিক মানুষের মধ্যে দুই সেনা সদস্যও রয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, তারা গোপনে পালিয়ে আসা ৪০ জনের সাক্ষাৎকার নিতে সক্ষম হয়েছেন। এদেরই অন্যতম সেনা সদস্য কিয়াও (ছদ্মনাম)
কিয়াও জানান, তিন চার বছর সেনাবাহিনীতে ছিলেন এবং তিনি সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের। তাকে খ্রিষ্টানদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং তাদের সম্পর্কে তথ্য সরবরাহের আদেশ দেওয়া হয়েছিলো।
তিনি বলেন, সেনাবাহিনী নিরাপরাধ মানুষদের হত্যার নির্দেশ দিয়েছিলো, যারা আমার মা ও বাবার মতো। আমি কেন আমার নিজের মানুষদের হত্যা করবো?
মিয়ানমার থেকে পালিয়ে আসার বিবরণ দিতে গিয়ে কিয়াও জানান, তিনি মোটরসাইকেলে করে এবং পায়ে হেঁটে চার দিনে মিয়ানমার থেকে ভারতের মিজোরামে পালিয়ে আসেন। মিজোরামে পৌঁছার পর দেশে ফোন দিয়ে তিনি জানতে পারেন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সেনা সদস্য বলেন, আমার বন্ধু বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছিলো এবং আমাকেও গুলি করতে বলা হয়...কিন্তু আমি আমার মানুষদের হত্যা করতে পারি না। তাই আমি রাতেই সেখান থেকে পালাই।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর অন্তত ১৮০ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামে একটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন