জিবিনিউজ 24 ডেস্ক //
যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন। এমন এক সময় তিনি এই হুমকি দিয়েছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শুরু করে দিয়েছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
সোমবার প্রথমবারের মতো বিদেশ সফরে জাপান আসেন পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে সামরিক জোট শক্তিশালী করতে সফরে বের হয়েছেন তারা।
ওয়াশিংটনের নতুন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আগামী চারটি বছর যদি আপনি ভালো করে ঘুমাতে চান, তবে শুরু থেকেই সেই পরিস্থিতি তৈরি করা উচিত না, যা আপনার ঘুম কেড়ে নেবে।
কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের মধ্যে একজন তার বোন ইয়ো জং। গত বছর যখন আন্তঃকোরিয়া উত্তেজনা বেড়ে যায়, তখন তাকে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে।
পিয়ংইয়ংয়ের সরকারি পত্রিকা রডং সিনমুনের খবরে জানানো হয়, উনের বোন ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্দেশে বলেছেন, তারা আমাদের মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেও সে প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি। পরমাণু কর্মসূচির কারণে উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন