মৌলভীবাজার প্রতিনিধি ॥ সুচনা : বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি
প্রয়াস, বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবসে মৌলভীবাজার সদরে কিশোরী
সমাবেশ করা হয়েছে।
গতকাল (১৭মার্চ) মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বর্নাঢ্য
সুচনা কিশোরীদের অংশ গ্রহনে পিয়ার লিডারদের নিয়ে এ কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়। া
সদর উপজেলা সুচনা কার্যক্রম এর প্রজেক্ট কো-অডিনেটর শাহাদত হোসেন এর সভাপতিত্বে
কিশোরী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:
কামাল হোসেন।
সুচনা কর্মসুচির সদর উপজেলা গর্ভমেন্স কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর পরিচালনায় বর্নাঢ্য
পিয়ার লিডার কিশোরী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী
অফিসার শরিফুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) সদর সুনজিত কুমার চন্দ, সদর
যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন,ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান,
রেজাউর রহমান চৌধুরী রেজা সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুচনা কর্মসুচির সদর উপজেলার সিনিয়র নিউট্রেশন কর্মকর্তা
আলতাফ হোসেন, প্রশিক্ষন প্রাপ্ত কিশোরী পূজা রায়,নাসিমা বেগম প্রমুখ। সুচনা
কর্মসুচির অধীনে দিনব্যাপি নাচ,গান কবিতা আবৃত্তি,বিতক কুইজ,চিত্রাঙ্কন
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন
করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন