বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকীতে লালবাগ স্পোর্টিং ও ঢাকাইয়া ঐক্য প্রীতি ফুটবল ম্যাচ

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা || 

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ স্পোর্টিং ক্লাব ও ঢাকাইয়া ঐক্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।  

আজ বুধবার (১৭ মার্চ) বিকালে রাজধানীর লালবাগ শহীদ আবদুল আলীম মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ স্পোর্টিং ক্লাব ও ঢাকাইয়া ঐক্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক এবং বিশেষ অতিথি ছিলেন ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী কামাল উদ্দিন কাবুল, লালবাগ স্পোর্টিং ক্লাব এর সভাপতি আজমল হোসেন বাবুল, ঢাকাইয়া ঐক্য এর কর্ণধার দীন মোহাম্মাদ সুমন প্রমুখ ।  

ম্যাচ উদ্বোধন প্রাক্বালে কাউন্সিলর হাজী কামাল উদ্দিন কাবুল বলেন, " হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচের সার্বিক সফলতা কামনা করি। আমরা ঢাকাইয়া, এটা আমাদের গর্ব। এটা আমার অহংকার। আমি মনে করি ঢাকাইয়ারা এক হই এবং ঐক্য ফোরাম করি। ঐক্য হয়ে দেশের কাজ করি।"

কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, "আজ ১৭ মার্চ । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কারনে এই দেশ পেয়েছি মানচিত্র পেয়েছি। আমি সবসময় বলে থাকি, যুদ্ধ দেখিনি গল্প শুনেছি। ইতিহাস থেকে জেনেছি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ পেতাম না। আজকে এই খোলা আকাশের নিচে ঢাকাইয়া ঐক্য ও লালবাগ স্পোর্টিং ক্লাব যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে তা হতোনা।"

খেলায় অংশ নেয় লালবাগ স্পোর্টিং ক্লাব বনাম ঢাকাইয়া ঐক্য। খেলায় ঢাকাইয়া ঐক্য দুটি গোল করে চ্যাম্পিয়ন হয় এবং কোন গোল না করে ঢাকাইয়া ঐক্য রানার আপ হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক। 

খেলায় সেরা খেলোয়াড় হিসেবে ক্রেস্ট পান রাশেদ হাসান এবং সেরা গোলদাতা হন মোহাম্মাদ রিপন। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন