শিগগির ‘খুনি’ পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা: বাইডেন

 জিবিনিউজ 24 ডেস্ক //

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘খুনি’ মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে বাইডেন শিগগির পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন নির্বাচনে পুতিনের ‘হস্তক্ষেপের’ প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এজন্য পুতিনকে মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, রাশিয়াতে কিছুদিন আগেই দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনরকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

 

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির বিগত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘পুতিনকে অচিরেই এর জন্য মূল্য দিতে হবে এবং শিগগির আপনারা তা দেখতে পাবেন।’

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন