উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন: দীঘি

 জিবিনিউজ 24 ডেস্ক //

প্রার্থনা ফারদিন দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পেয়েছে গত ১২ মার্চ। মুক্তির আগে সিনেমাটি নিয়ে ব্যাপক জল ঘোলা করেছিলেন সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং প্রযোজক সিমি ইসলাম কলি। দীঘিকে দুই পয়সার মেয়ে বলে কটাক্ষ করেছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ মন্তব্য করায় কষ্ট পেয়েছেন দীঘি।

এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন তিনি। দীঘি বলেন, ঝন্টু আংকেল গুরুজন। তাকে এতো সম্মান করি। সে আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছে। আমাকে নাকি তারা শিক্ষা দিতে পারেনি। সে আমাকে দুই পয়সার মেয়ে বলেছে। এটা আসলে কীভাবে? আমরা তো কাউকে এবিউজ করতে পারি না। উনি (ঝন্টু) আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন।

 

তিনি বলেন, আমি খুব বেশি কষ্ট পেয়েছি জিনিসটাতে। সিনেমা নিয়ে মন্তব্য করা পর্যন্ত ঠিক ছিলো। কিন্তু ফ্যামিলিতে কেন গেলো? আমি এ রকম কোনো ফ্যামিলি থেকে বিলং করি না যে, আমাকে দুই পয়সা বললে আমার আশপাশের মানুষ চুপ থাকবে।

ঝন্টু বলেছিলেন, ‘ওর কথা শুনে মনে হয় মেয়েটা মোটামুটি লেখাপড়া করছে। সুন্দর সুন্দর ইংরেজি শব্দ ব্যবহার করে। জ্ঞান নেই তার, জ্ঞান থাকলে নিজের ছবি চলবে না এই কথা কেউ বলে!’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন