বঙ্গবন্ধু ছিলেন আপসহীন নেতা: মালদ্বীপের প্রেসিডেন্ট

 জিবিনিউজ 24 ডেস্ক //

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আপসহীন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বুধবার (১৭ মার্চ)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেন, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সম্মানিত বোধ করছি। শেখ মুজিবুর রহমান এখনও অনেক জাতির কাছে প্রেরণার উৎস হয়ে আছেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম স্মরণীয় ব্যক্তি হয়ে আছেন। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে তিনি ছিলেন একজন আপসহীন নেতা। তার ছয় দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি, তাতে অন্তর্নিহিত ছিলেঅ দেশের সংবিধানের সারকথা। অসাধারণ উন্নয়নের জন্য আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল ও শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে।

ইব্রাহিম মোহাম্মদ সলিহ বলেন, কোভিড-১৯ মহামারির কারণে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। খাদ্য, পিপিই, মেডিকেল সামগ্রী দেয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল টিম পাঠিয়েছে। এটা দু’দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে তিনি স্বাস্থ্য ও মেডিকেল খাতে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় বলেও জানান দেশটির রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দু-দেশের সম্পর্ক আরও অনন্য উচ্চতায় যাবে। এখন বাংলাদেশের অনেক কর্মী মালদ্বীপে কাজ করছে। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমাদের দেশে থাকা বিদেশিদের অধিকার আমরা রক্ষা করবো।

ইব্রাহিম মোহাম্মদ বলেন, আমরা কোভিড ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সব বিদেশিদেরও বিবেচনায় নেবো। সবাইকে বিনামূল্যে আমরা টিকা দেবো। নাগরিক-অনাগরিক বলে আমরা বৈষম্য করবো না।

মালদ্বীপ সফর করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানান ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি। এসেই তিনি সকালেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে মালদ্বীপের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান।

বৃহস্পতিবার (১৮ মার্চ) তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন