মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পুতিনের হস্তক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন জো বাইডেন। এর পরিণাম ভোগেরও হুমকি দিয়েছেন বাইডেন।
বুধবার বাইডেনের একটি সাক্ষাৎকার এবিসি নিউজ সম্প্রচার করে। সেখানে বাইডেন বলেন, তাকে মূল্য দিতে হবে। কবে নাগাদ ওই পরিণতি দেখা যাবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, অল্প সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে।
যেখানে বলা হয়, পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। সেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। যদিও ট্রাম্প এবং রাশিয়া উভয়ই বার বার এই অভিযোগ অস্বীকার করেছে।
এখন ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন