জিবিনিউজ 24 ডেস্ক //
তার প্রতিটি ছবিই যেন সে কথাই বলে। সব সবয় নিজের নারী সত্তাকে মেলে ধরতে চেয়েছেন বলিউডের ইরানি সুন্দরী মন্দানা করিমি।
সম্প্রতি সম্পূর্ণ পোশাকবিহীন হয়ে অনস্ক্রিন নয় বরং নিজের উষ্ণতা ছড়িয়ে দিতেই বাথরুমে আয়নার সামনে একের পর এক নগ্ন ফটোশুটে ক্লিক করলেন এ অভিনেত্রী।
নিজের ইনস্টা প্রোফাইলেই প্রতিটি ছবি আপলোডও করেছেন সাহসীকতার সঙ্গে। যা মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলো দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, সদ্যই গোসল সেড়ে বেরিয়েছেন মন্দানা। ভেজা চুলে অভিনেত্রীর বোল্ড লুক নজর কেড়েছে সবার।
এদিকে ছবি পোস্ট করতেই নিন্দায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক নোংরা মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্ট সেকশন। নিজের নারীসত্ত্বা উজার করতে গিয়েই অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন