টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তামিম

  জিবিনিউজ 24 ডেস্ক //

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক ভার্চুয়াল গণমাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে সিরিজে থাকবেন তামিম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরবেন তিনি।

 

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে নিজের এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে এমনটাই বলেন তামিম।

৩১ বছর বয়সী এই ওপেনার বলেন, টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভকামনা রইলো। দুর্ভাগ্যজনক হলো, ব্যক্তিগত কারণে আমি এই সিরিজে খেলবো না। নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি এই কথা জানিয়েছিলাম। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে যাব। দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।

শনিবার (২০ মার্চ) থেকে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে তিন ম্যাচের ওয়ানেডে সিরিজ শুরু হবে। এই সিরিজ শেষে ২৮ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে দু’দলের।

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) কুইন্সল্যান্ডে অনুশীলন ক্যাম্পের শেষদিনে তামিম ইকবাল একাদশ বনাম নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার একদিনের প্রস্তুতি ম্যাচে উরুতে অস্বস্তি বোধ করায় খেলেননি তামিম।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন