বিয়ে করে লাপাত্তা মিম, বিপাকে নির্মাতা

  জিবিনিউজ 24 ডেস্ক //

লাক্স তারকা মিম মানতাসা বিয়ে করেছেন গত ১২ মার্চ। তারপর থেকেই লাপাত্তা তিনি। পাঁচ দিন হলো ফোনে পাওয়া যাচ্ছে না অভিনেত্রীকে। একের পর এক পাঠানো হয়েছে খুদে বার্তা। কোনো সাড়া নেই তার। এই অভিনেত্রীকে নানাভাবে খুঁজে হয়রান নির্মাতা, প্রযোজক ও শুটিং ইউনিট। এ অবস্থায় শিডিউল নিয়ে জটিলতায় পড়েছে ‘১০০ তে একশো’ নাটকের শুটিং ইউনিট।

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, আজ (বৃহস্পতিবার) থেকে ‘১০০ তে একশো’ নাটকের শুটিং অংশ নেওয়ার কথা ছিল মিমের। পুবাইলের একটি শুটিং বাড়িতে শুটিংয়ের জন্য ৪ দিনের শিডিউলও নিয়েছিলেন তিনি। সবকিছু প্রস্তুত থাকলেও মিমের খোঁজ-খবর না পাওয়ায় বিপাকে পড়েছেন এই নির্মাতা।

 

তিনি বলেন, শিডিউল নিয়ে কথা বলার জন্য গত পাঁচদিন ধরে তাকে ফোন করছি। কিন্তু তিনি ফোন ধরেননি। আজ থেকে তিনি আমার নাটকের শুটিং করার কথা। আমার শুটিং টিমও মিমকে না পেয়ে তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে মিমের পরিবর্তে অন্য কাউকে কাস্ট করার কথাও ভাবছেন এই নির্মাতা।

এদিকে, বিষয়টি নিয়ে মিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরার মুকুট অর্জন করেন। এরপর বিভিন্ন সময় নাটক ও টেলিফিল্মে দেখা গেছে তাকে।

তবে গেলো কয়েক বছর ধরে অভিনয়ে খুব একটা নিয়মিত নন এই লাক্স তারকা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন