মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলায় সাত বীরাঙ্গনাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে স্বরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করে লেডিস ক্লাব মৌলভীবাজার।
গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সার্কিট হাউসের মুন হলে জেলা প্রশাসনের সহযোগীতায় লেডিস ক্লাব মৌলভীবাজার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সংবর্ধনা প্রাপ্ত ৭ জন বীরাঙ্গনা হলেন-প্রভাসিনী মালাকার,সন্ধ্যা রানী দেব,প্রভা রানী মালাকার, আরিনা বেগম,কমিলা বেগম,মিনারা বেগম,সাফিয়া বিবি।
সভায় বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো: আব্দুল মুহিত টুটু লেডিস ক্লাবের সহ-সভাপতি কানিজ ফাতেমা,মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন,মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো: মামুনুর রশীদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিতদের উত্তরীয়, ক্রেস্ট, শাড়ি এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন