মৌলভীবাজারে ৭ জন বীরাঙ্গনার সংবর্ধনা 

মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলায়  সাত বীরাঙ্গনাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষকে স্বরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করে লেডিস ক্লাব মৌলভীবাজার।
গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সার্কিট হাউসের মুন হলে জেলা প্রশাসনের সহযোগীতায় লেডিস ক্লাব মৌলভীবাজার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার যৌথ পরিচালনায় প্রধান অতিথি  ছিলেন মৌলভীবাজার-৩ আসনের  সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা  আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সংবর্ধনা প্রাপ্ত ৭ জন বীরাঙ্গনা হলেন-প্রভাসিনী মালাকার,সন্ধ্যা রানী দেব,প্রভা রানী মালাকার, আরিনা বেগম,কমিলা বেগম,মিনারা বেগম,সাফিয়া বিবি।  
সভায় বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো: আব্দুল মুহিত টুটু লেডিস ক্লাবের সহ-সভাপতি কানিজ ফাতেমা,মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন,মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো: মামুনুর রশীদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিতদের উত্তরীয়, ক্রেস্ট, শাড়ি এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন