করোনায় আরো ১৮ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৯৯

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৪২। অন্যদিকে, আরো ১ হাজার ৮৯৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে। বিগত দুই মাসে সংক্রমণের হার ৫ শতাংশের কম থাকলেও গত দুই সপ্তাহে আবারও শনাক্তের হার বাড়তে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কোনো দেশে টানা তিন সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের কম থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ধরা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.০৪ শতাংশ। অন্যদিকে, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৫৯ শতাংশ এবং মৃতের হার ১.৫২ শতাংশ।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

বিশ্ব পরিস্থিতি

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৬ লাখ ৯০ হাজার ৬৬৩ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৬৫৮ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৩৯ হাজার ৬৬৩ জন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ১৭ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৪৯৯ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২১৬ জন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন