কবি আবদুল্লাহ আল মাসুম।|
আমার আঙিনায় রঙিন একটি ফুল হয়ে ফোটো।
আমার অনুপ্রেরনা হয়ে ওঠো।
আমার হৃদয়ে চরম উত্তাপ হয়ে ওঠো।
আমার কোলে শান্তির ঘুম হয়ে ওঠো।
তোমার পিঠে আমার সোহাগী আঙুল খেলুক। আরো বেশী ভালোবাসা হয়ে ওঠো....
অনেকের চোখে আরো সম্মান হয়ে ওঠো।।আরো গৌরব হয়ে ওঠো।
একটি তিররতিরি ফড়িং এর মতো দুষ্টু ইচ্ছে হয়ে ওঠো।
ক্লিওপেট্রায় অর্গাজমের চরম সুখ হয়ে ওঠো।
হ্দয়ে রিনিঝিনি বৃষ্টি ও ঝরোনা হয়ে ওঠো।
আমার কালজয়ী প্রেমের একটি
অমর কবিতা হয়ে ওঠো।
জগতে ও পরজগতে আমার চিরসঙ্গী হয়ে ওঠো।
আমার হৃদয়ে সংযুক্ত হও,
বল্লমে গাঁথা একটি
বড় মাছের মতো।
আমার তনু মনে
চিরকল্যান ও এক হয়ে ওঠো।
কথা ও সুর যেভাবে হৃদয়ে
গানের লহরী হয়,
তেমনি একটি মধুর অনুরনন হয়ে ওঠো।
এসো, প্রিয়
সূর্য্য হয়ে ফোটো।
এসো প্রিয়,
ফুলের মতো ফোটো।
এসো প্রিয়
জীবনের একান্ত স্বাদ হয়ে ওঠো।
এসো প্রিয়,
আমার পরমায়ু নিয়ে
তুমি আরো জাগরন হয়ে ওঠো।
তুমি সনগ্র জাহানে
অলৌকিক এক আলো হয়ে ওঠো।
আমার চুম্বনে চুম্বনে
লালে লাল হয়ে ওঠো।
আমার জীবন ও মৃত্যু হয়ে ওঠো।
আমার স্বপ্ন হয়ে ওঠো।
জগতের,
সুন্দর এর সংজ্ঞা হয়ে ওঠো।
আমি তোমাকে ভীষন আপন করে নিয়েছি৷
তুমি সকলের প্রেমের আরাধ্য৷
তবু,
আমার হয়ে ওঠো।
শুধু, আমার হয়ে ওঠো।
আমি সমস্ত অসম্ভব এর
সমাধান
আমি এক মিষ্টি গান।
আমাকে ভেতরে নাও।
আরো ভেতরে...
হৃদয়ের আরো ভেতরে।
চিন চিন করুক
তোমার বুকের বাম দিক।
চরম উত্তেজনায় অধীর আমি৷
রসে চপচপ, সিক্ত আমি।
দুরন্ত দূর্বার সাহসী আমি৷
দস্যু আমি।
নরোম আদরে ভাসুক তোমার গোপন৷
আমার আসমানে
আশ্চর্য্য অদেখা রঙধনু হয়ে ওঠো।
সহজ ও সরল হয়ে ওঠো।
নিশ্চিন্ত বিশ্বাস হয়ে ওঠো।
অন্তরের কোমল স্তরে কাঁপন হয়ে ওঠো।
আহ...উহহহহ হয়ে ওঠো!
তুমি আমার ইশশশশ...উফফ
হয়ে ওঠো।
তুমি আমার দুষ্ট গোপন প্রনয় হয়ে ওঠো।
আরো কাছে কাছে থাকার বায়না হয়ে ওঠো।
দুচোখের শিহরনে ভরা মিলন হয়ে ওঠো।
অসম্ভব চূড়ান্ত আবেগ হয়ে ওঠো।
বেগবান অশ্বগতি ও
ঘন ঘন বিদ্যুত চমক হয়ে ওঠো।
বসন্তে ফুল ফুটুক।
হৃদয়কে দিও না বাধা৷
তুমি, জগতেই আমার
স্বর্গ হয়ে ওঠো।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন