মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আট বিক্ষোভকারী নিহত

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

মিয়ানমারে শুক্রবার (১৯ মার্চ) নিরাপত্তা বাহিনীর গুলিতে আট বিক্ষোভকারী নিহত হয়েছে। একটি অন্ত্যেষ্টিক্রিয়া সেবা প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রতিদিনই সহিংসতার মাত্রা বাড়াচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে এ পর্যন্ত প্রায় ৩০০ বিক্ষোভকারী নিহত হয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যম ও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অংবানের কেন্দ্রীয় শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুক্রবার নিরাপত্তা বাহিনী প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে। পরে বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেড সরাতে তারা গুলি ছুড়তে শুরু করে।

টেলিফোনে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনী ব্যারিকেড অপসারণের জন্য এসেছিল। কিন্তু মানুষ তাদের প্রতিহত করলে তারা গুলি ছোড়ে।

অংবানের অন্ত্যেষ্টিক্রিয়া সেবা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই সাত জন মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর মারা গেছে আরো এক জন।

এ ব্যাপারে সামরিক জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী তখনই শক্তি প্রয়োগ করে যখন প্রয়োজন হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন