অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক //

অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি এই টিকায় রক্ত জমাট বাঁধার যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে বৃটিশ জনগণকে আশ্বস্ত করতে এই টিকা গ্রহন করেন।
ভ্যাকসিন গ্রহনের পর তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।

এদিকে ওএনএস এর পরিসংখ্যানে বলা হয়েছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় ইউরোপের মধ্যে ব্রিটেনের অবস্থান সবচেয়ে খারাপ অবস্থানে না থাকলেও ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের জুন মাসের শেষের দিকে ইউরোপের মধ্যে যুক্তরাজ্যে সর্বোচ্চ মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে। তবে ডিসেম্বরে মৃত্যুর হারের রেকর্ড অনুযায়ী পোল্যান্ড, স্পেন, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়া ব্রিটেনকে ছাড়িয়ে যায় ।

তা সত্ত্বেও, ব্রিটেনে ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হার ৭ দশমিক ৭ শতাংশ লক্ষ্য করা গেছে।

অন্যদিকে ব্রিটেনে ২০২০ সালে স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের মৃত্যুর হার সারা বছর প্রত্যাশিত মাত্রার থেকে ৮ শতাংশ বেশি ছিল, স্কটল্যান্ডে ৬ শতাংশ উত্তর আয়ারল্যান্ডে ৫ শতাংশ এবং ওয়েলস ৪ শতাংশ বেশি লক্ষ্য করা গিয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন