মৌলভীবাজার প্রতিনিধি ॥
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলোচিত ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই) সিলেট।
১৯ মার্চ শনিবার রাত সাড়ে তিনটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গুড়াভুই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান। তিনি আরও জানান, শুক্রবার মধ্যরাতে শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সিলেট পিবিআই কর্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।
উল্লেখ্য স্বাধীন মেম্বার গণমাধ্যমকর্মীদের গ্রেপ্তারের আগে মুঠোফোনে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে চান তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন