লণ্ডনে এম এম জে ফাউণ্ডেশনের উদ্যোগে ৫ম বার্ষিক পূর্তি অনুষ্ঠান ও ডিনার

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

মানুষ মানুষের জন্য ফাউণ্ডেশনের ৫ম বছর পূর্তি উপলক্ষে গত ২৪ আগষ্ট সোমবার পশ্চিম লণ্ডনের গোল্ডবোরন রোডের পালকি রেস্টুরেন্টে এক অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন করা হয় ।

সংগঠণের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি মশুদ বকশ নাজমুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরী । সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন -বিশিষ্ট টিভি সংবাদ পাঠিকা ডা: জাকি রিজওয়ানা আনোয়ার, কবি হাফসা ইসলাম, মারুফ আহমদ, আব্দুল বাছিত, ফয়সল মিয়া সুজি বেগম, আয়েশা খাতুন বাবলি প্রমুখ।

সভায় বক্তারা – প্রতিবন্ধি ও গরীব মানুষের সেবায় এম এম জে ফাউণ্ডেশন যে মহতি কাজ করে যাচ্ছে তার ভূঁয়শী প্রশংসা করেন ।তারা বলেন – বিগত পাঁচ বছরে এই সেবামূলক প্রতিষ্ঠান প্রতিবন্ধিদের গৃহ নির্মান , মাসিক ভাতা ও চিকিৎসা সেবা প্রদান, ৫শতাধিক ফুড প্যাক বিতরন সহ যে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সংগঠণের প্রতিষ্ঠাতা মশুদ বকশ সকল দাতা সদস্যদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।সভায় সংগঠনের এ্যামবেসেডারদের ফুল দিয়ে বরন করা হয় ও সবাইকে বিশেষ ভোজে আপ্যায়িত করা হয় ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন