জিবি নিউজ ডেস্ক ।।
সারাদেশে চলমান পুলিশের মাস্ক সচেতনতা ও করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধমূলক কর্মসূচির ধারাবাহিকতায় অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যাগে ৭ উপজেলাসহ ৪০টি স্থানে একযোগে মাস্ক পরার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার (২১মার্চ) সকাল ১১ টার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা পয়েন্ট থেকে কার্যক্রমের উদ্বোধন করেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার,মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুলক হকসহ পুলিশ সদস্যরা
এসময় বক্তরা বলেন, বাংলাদেশ পুলিশ দেশব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে আবারও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণসহ জনগনকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে । মানুষ নিজের দায়িত্ববোধ থেকে নিজের ও নিজের পরিবারের জন্য মাস্ক পরবে। বেপরোয়াভাবে মাস্ক ছাড়া ঘোরাফেরা করতে থাকলে করোনা পরিস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণ কঠিন হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন