জিবিনিউজ 24 ডেস্ক //
মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন নিয়ে মুখ খুললো। বলা হচ্ছে, চীনের আগ্রাসী মনোভবের কারণে ওই অঞ্চলে একটা উত্তেজনার আবহ তৈরি হচ্ছে বলে দাবি করেছে পেন্টাগন। খবর আনন্দবাজার পত্রিকার।
বিষয়টি নিয়ে এর আগেও বহুবার চীনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে তাতে খুব একটা কাজ হয়নি। সাম্প্রতিক সময়ে চীন যেভাবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিনিয়ত নিজেদের শক্তি জাহির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তা নিয়েও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স ক্যাথলিন হিকস এ প্রসঙ্গে বলতে গিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের টানাপড়েনের বিষয়টিও সামনে আনেন। তার কথায়, শুধু ২০২০ সালেই অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েতনাম এবং ফিলিপিন্সের সঙ্গে একাধিক দেশের সঙ্গে চীনের টানাপড়েন চলেছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন