অবৈধদের ফের বৈধতার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর

জিবিনিউজ 24 ডেস্ক //

লন্ডন মেয়র থাকাকালে ব্রিটেনে অবৈধ ইমিগ্রেনটদের সাধারণ ক্ষমা ঘোষণার পক্ষে কথা বলতেন বরিস জনসন। অবৈধদের ‘কালো অর্থনীতি’ থেকে ফিরিয়ে এনে নিয়মিতকরণের মাধ্যমে দেশের করদাতা নাগরিকে পরিণত করার পক্ষে কথা বলতেন তিনি। তবে পরবর্তীতে ইমিগ্রেনটবিরোধী অনুভূতিকে কাজে লাগিয়ে ব্রেক্সিট কার্যকর করলেন। অবশেষে দেশের প্রধানমন্ত্রীও হলেন।
রাজনৈতিক জীবনের সর্বোচ্চ অর্জনের পর কি তিনি আবারও সেই পুরনো বরিস জনসনের চরিত্রে ফিরে যাচ্ছেন? তাঁর মধ্যে উদার রক্ষণশীলের গুণাবলী কি আবার স্পষ্ট হতে শুরু করেছে?
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বললেন, ব্রিটেনে অবৈধ ইমিগ্রেনদের সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়ে তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেনঃ ‘’অনেক বছর যাবত যারা এখানে বসবাস করছে এবং আইন ভঙ্গ করছেনা, তাদেরকে নিয়মিতকরনের চেষ্টা করার অর্থ আছে। ‘’ তিনি আরও বলেনঃ ‘’বিদ্যমান আইনে এখনও এটি প্রচলিত।‘’
প্রধানমন্ত্রীর সর্বশেষ এই বক্তব্য ইঙ্গিত দেয়, তিনি হয়তো অবৈধ ইমিগ্রেনটদের বৈধতা দিতে বাড়তি পদক্ষেপ নিতে পারেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন