শাল্লার সাম্প্রদায়িক হামলার প্রধান আসামী স্বাধীনসহ ২৮ জনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার শাল্লায় সম্প্রদায়িক হামলার ঘটনায় দায়েরকৃত ২ মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম স্বাধীন মেম্বারসহ ২৮জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার (২৩শে মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে প্রধান আসামী শফিকুল ইসলাম স্বাধীনকে মেম্বারকে ৫ দিনের জন্য ও অন্য ২৮জন আসামীর ২দিনের জন্য রিমান্ড দেন আদালতে বিজ্ঞ বিচারক। এর আগে গত রবিবার বিকেলে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শাল্লা জোনের বিচারক শ্যামাকান্ড সিনহার নিকট আসামীদের রিমান্ড আবেদন করে পুলিশ। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ সেলিম নেওয়াজ সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ভোরে আরো ১জনকে গ্রেফতার করেছে। দায়েরকৃত ২ মামলার প্রধান আসামীসহ এপর্যন্ত মোট ৩৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত ১৭ই মার্চ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৮৭টি বাড়িঘর ও ৬টি মন্দির ভাংচুর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়। এঘটনার প্রেক্ষিতে শাল্লার হবিবপুর ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বাদী হয়ে ১টি মামলা ও শাল্লা থানার এক এসআই বাদী হয়ে ১টি মামলাসহ মোট ২টি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ২টি মামলার প্রধান আসামী করা হয় শফিকুল ইসলাম স্বাধীন মেম্বারকে। এছাড়া মামলায় ৭০- ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয় আরো দেড়হাজার জনকে। তবে হামলার ঘটনার পর থেকে চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। আতংকের মধ্যে দিয়ে নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুদের দিন কাটছে বলে জানাগেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন