সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারতের গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে শেষ হয়। এরপর সেখানে বিশাল সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় সমাবেশে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সম্পাদকব্রিন্দ, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, তিতুমির কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক জুয়েল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০-এ ভূষিত করেছে ভারত সরকার। সে দেশের সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ যখন মুজিববর্ষ উদযাপন করছে, ঠিক তখন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে তারা গর্বিত।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে। অহিংসা ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতিতে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নগদ অর্থমূল্য এক কোটি টাকা সঙ্গে একটি স্মারক ও একটি মানপত্রও প্রদান করা হয়। জাতীয়তা, জাতি, ধর্মমত ও লিঙ্গ নির্বিশেষে এই পুরস্কার দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন