জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে বাগালের (বাগানের পাহারাদার) দা’য়ের কোপে মনা পাশী (২০) নামে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের ৩নং সেকশনে ঘটেছে।
জানা যায়, বাগানের বড় লাইনের বাসিন্দা শংকর পাশীর পুত্র মনা পাশী (২০) মঙ্গলবার বিকালে বাগানের ৩নং সেকশনের ভিতরে গরু ছেড়ে দেয়। সেকশনের ভিতরে গরু চরানো নিষেধ এবং সেটা প্রতিহতের জন্য নিয়োজিত পাহারাদার (বাগানের ভাষায় বাগাল) মনাকে বাধা দেয় এবং গরু বের করতে বলে।
এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাগাল অমরজিৎ পানিকা (২২) মনা পাশীকে দা দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি কোপ দেয়। এতে ঘটনাস্থলে মনার মৃত্যু ঘটে। অমরজিৎ বাগানের ১নং নতুন টিলা এলাকার শ্রীকুমার পানিকার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন