মধুলীনা, কলকাতা ||
আশাকরি দুই মিষ্টি প্রজাপতিকে ইতিমধ্যে নেটদুনিয়ায় সকলেই চিনে গেছেন। ঠিকই ধরেছেন,আমাদের সকলের প্রিয় দুই শিশু শিল্পী তানিমুনি। আমাদের দোলউৎসব মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর গান আর সাংস্কৃতিক শান্তিনিকেতন। আবিরের ছটায় মেতে উঠে সারাবিশ্ব। আর সেই ভুবনে রঙীন করে রবীন্দ্রনাথের গানের ভেলা চড়ে আসতে চলেছে আমাদের তানিমুনির গান "ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলে যে দোল। " এছাড়াও থাকছে আরোও অনেক মনমাতানো গান। সুতরাং আর দেরি না করে এবারের দোলে মেতে উঠুন তানিমুনির গানে। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় জ্বলে উঠুক দুই উজ্জ্বল নক্ষত্র।
https://youtu.be/vqoz0T2DQss
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন