আমিরাতের অর্থমন্ত্রী শেখ হামদান আর নেই

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের বড় শেখ হামদান বিন রাশেদ আল মাকতুম মারা গেছেন।

বুধবার (২৪ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক টুইট বার্তায় বিষয়টি জানান। তিনি তার ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

মরহুমের জানাজার স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রয়াত শাসক শেখ রশিদ বিন সায়েদ আল মাকতুমের দ্বিতীয় ছেলে।

১৯৭১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।

শেখ হামদান বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন