জিবিনিউজ 24 ডেস্ক //
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ২৭ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ১২ কোটি মানুষ।
গত বেশ কয়েকদিন বিশ্বে একদিনে দশ হাজারের কম মৃত্যু হয়েছে। একদিনে বিশ্বে ফের দশ হাজারের বেশি মৃত্যু হয়েছে। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ৭৪১ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৩১ জন।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৪ হাজার ২৯২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১ হাজার ৮৭ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭২৬ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ফ্রান্স। বাংলাদেশের অবস্থান ৩৪।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন