‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২১’ পালিত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ প্রদর্শনী ও স্বাধীনতা দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোহাম্মদ জাকারিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান, মিছবাহুর রহমান।
অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক । এরপর জেলা প্রশাসক প্যারেড দল পরিদর্শন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্য প্রদান রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধী সমাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন