ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র আগমনকে স্বাগত জানাই : মিজু



স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু।

তিনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আপামর মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী আমাদের মাঝে এসে দেশবাসীকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করবে।

শুক্রবার (২৬ মার্চ) নয়াপল্টনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় স্বাধীনতা পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের তরুণ সমাজ যদি মুক্তিযুদ্ধের আদর্শকে বুঝে তাহলে বাংলাদেশ আরও সুখী দেশে পরিণত হবে। কিন্তু আমরা আদর্শকে ধারণ করছি না। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে গিয়ে কোনো লড়াই হতে পারে না।

জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয় প্রকাশ নারায়ন রক্ষিত প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন