জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
শুক্রবার (২৬ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী মোদি।
পরে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশি তরুণদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদি। তরুণদের এই দলে ছিলেন অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, কণ্ঠশিল্পী সুমী, চলচ্চিত্র ও নাট্য পরিচালক রেদোয়ান রনি, সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, নারী ক্রিকেট তারকা সালমা খাতুন ও জাহানারা আলম।
মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের খোঁজ খবর নিয়েছেন। সব কেমন চলছে জানতে চেয়েছেন। পাশাপাশি তরুণরাই দেশের আসল শক্তি বলে মন্তব্য করেছেন। তার মত বড় একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সত্যিই আমি গর্বিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন