থানায় হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

 জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের ওপর হামলার আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) দেশের বিভিন্ন জেলায় কর্মরত সব পুলিশ সদস্যদের সতর্ক থাকার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৬ মার্চ) রাতে পুলিশ সদর দফতর ও ডিএমপি সদর দফতর থেকে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপি কন্ট্রোল রুম থেকে রাজধানীতে কর্মরত ৮টি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী পুলিশ কমিশনারদের (এসি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ডিএমপির থানাগুলোতে পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সে যেকোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে। এজন্য এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়াতে হবে।

এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য শুক্রবার দিবাগত রাতে ও শনিবার (২৭ মার্চ) সকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সর্তক অবস্থায় থাকতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন