জিবি নিউজ ডেস্ক ।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে পুলিশ বাধা দেয়নি, ছিলো সতর্ক অবস্থানে।
শনিবার (২৭ মার্চ) বাদ আছর শহরের দেওয়ানি মসজিদের সামন থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাব মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নিবার্হী সদস্য মাও: জামিল আহমদ আনসারী, মাওলানা এহসান জাকারি প্রমুখ।
সমাবেশ থেকে হেফাজত নেতারা রোববারের হরতাল স্বত:স্ফূর্তভাবে পালনের আহ্বান জানান সবাইকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন