সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ শনিবার (২৭ মার্চ) বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের শত শত নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সম্পাদকব্রিন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, '‘আপনারা প্রতিটি ইউনিট যার যার এলাকায় থাকবেন। হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন৷’'
তিনি আরও বলেন, '‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে পুঁজি করে যদি কেউ অপরাজনীতি বা বিশৃঙ্খলা করতে চায় তাহলে আমরা তাদের কোনোভাবে ছাড় দিব না। ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে তাদের কথা শুনবেন না। আমরা আপনাদের পাশে থাকব৷ কিন্তু বিশৃঙ্খলাকারীদের নিয়ে আপনারা এগিয়ে যাবেন না। আমরা কথা দিচ্ছি, আপনাদের পাশে আমরা আছি এবং থাকব৷’'
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন