রুবেল আহমেদ || মৌলভীবাজারঃ-
মৌলভীবাজারে হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন হেফাজতে ইসলামের কর্মীরা। রোববার (২৮ মার্চ) সকালে শহরের জুগিডহর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হেফাজত কর্মীরা।
তবে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের প্রধান সড়কগুলো মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। টহল দিচ্ছে র্যাব। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
মৌলভীবাজার পৌর এলাকা ঘুরে দেখা গেছে, বাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পশ্চিম বাজারের কাঁচাবাজারে মানুষের ভিড় দেখা গেছে। এ ছাড়া কর্মজীবী মানুষ অফিস বা কাজের জন্য বের হওয়াসহ যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন