সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
রবিবার (২৮ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার (২৭ মার্চ) বাদ আসর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত জানাজা শেষে অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার ভোর ৫টা ২৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী মারা যান। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা জানাজা ও দাফনে অংশগ্রহন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন