জিবিনিউজ 24 ডেস্ক //
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (২৯ মার্চ) এই নির্দেশনা জারি করা হয়। এর মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন ছাড়াও জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানে অর্ধেক জনবল ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
এছাড়া পর্যটন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করতে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে বলা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন