জিবিনিউজ 24 ডেস্ক //
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনশত জন মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়েছে মৌলভীবাজার জেলা পরিষদ। বর্নাঢ্য আয়োজনে জেলা পরিষদ ৩শ জন মুক্তিযোদ্ধাকে এককালিন ভাতা, ৩শ ৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, ৭টি গৃহহীন পরিবারকে গৃহের মালিকানাপত্র, ১শ জন বেকার নারী-পুরুষকে সেলাই মেশিন, সেলাই প্রশিক্ষণার্থী ও কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদপত্র এবং পাবলিক লাইব্রেরীর উন্নয়নে ৫০ হাজার টাকা দেয়া হয়।
মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।
এ সময় প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সম্প্রতি দেশে জঙ্গিগোষ্টি মাথাচারা দিয়ে উঠেছে। যারা জাতীয় মসজিদে ইট-পাথর নিয়ে প্রবেশ করেছেন তারা ইসলামের হেফাজতকারী হতে পারে না। বায়তুল মোকারম মসজিদকে আর অপবিত্র করতে দেয়া হবে না। যারা হাটহাজারিতে থানায় এবং ব্রাম্মণবাড়ীয়ায় আওয়ামীলীগ অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। সকল পরিস্থিতির জন্য আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে। দলের নেতাকর্মিদের উদ্যোশে তিনি আরো বলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রা যাতে বাঁধাগ্রস্থ না হয়্ সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর পৌরসভা মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন