মৌলভীবাজার  উন্নয়ন মেলা সমাপ্ত

মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে উন্নয়ন মেলা(২৭-২৮ মার্চ) সমাপ্ত হয়েছে।
গতকাল ২৮ মার্চ রবিবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা সমাপ্ত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও জসিম উদ্দীন মাসুদ এর পরিচালনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ। ২দিন ব্যাপি মেলায় স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে সম্মাননা গ্রহণ করেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, ২য় স্থান অর্জন করে সম্মাননা গ্রহন করেন- জেলা মৎস্য বিভাগ,৩য় স্থান অর্জন করে সম্মাননা গ্রহণ করেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অন্যান্যদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন- কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ, জেলা কর্মসংস্থান অফিস, যুব উন্নয়ন অধিদপ্তরসহ ১০টি বিভিন্ন দপ্তর প্রধান। আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- গত ২৭ মার্চ সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন- মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন