করোনাকালে রমজানে হারামাইন শরীফাইনের জন্য পরিকল্পনা

gbn

২৮ মার্চ রবিবার সৌদি আরবের পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছরের রমজানের পরিকল্পনা ঘোষণা করেন।

 

১. হারামাইন শরিফাইনে তারাবীহ নামাজ ১০ রাকাত পড়ানো হবে। পাশাপাশি তাহাজ্জুদ হবে তিন রাকাত। 

২. ইবাদতকারীদের মক্কা মসজিদুল হারামে আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তল, ছাদ এবং উঠোনে ইবাদতের  অনুমতি দেওয়া হবে।

৩. এসকল ইবাদতকারীদের জন্য মাতাফ বন্ধ থাকবে।

৪) ওমরাহ পালনকারীরা কা'বা স্পর্শ করতে পারবে না।

৫. ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত থাকবে, এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হবে । 

৬. শেষ দশদিন এতেক্বাফ বন্ধ থাকবে। 

৭. বোতলে জমজমের পানি সরবরাহ করা হবে।৮. গ্র্যান্ড মসজিদে প্রবেশের অনুমতি কেবলমাত্র ইটমারনা অ্যাপের মাধ্যমে ইস্যু করা বৈধ পারমিটের সাথে অনুমোদিত হবে।

 

মক্কা ও মদিনা পবিত্র মসজিদ বিষয়ক কমিটির প্রেসিডেন্ট শেখ আব্দুর রহমান আল সুদাইস রবিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করেন।

 

করোনা মহামারী বিবেচনায় এই পরিকল্পনাগুলি ঘোষণা করা হয়। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন