সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বানের মাধ্যমে যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার উদ্দ্যোগে মুজিব শতবর্ষও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে | ছায়ফুল আলম লেমন : সাম্প্রদায়িক অপশক্তিকে শক্ত হাতে রুখে দাঁড়ানোর আহ্বানের মাধ্যমে যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্টশাখার উদ্দ্যোগে মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে | যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদকবদরুল আলম লিটন এর পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ এর সভাপতিফকরুল ইসলাম মধু, প্রধান বক্তা সেলিম আহমেদ খান সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এরসাবেক সাধারন সম্পাদক ও ম্যানচেষ্টার আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমীন রুহেল, নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান, সাবেক ভিপি ও ওয়েলস যুবলীগ সভাপতি সেলিম আহমদ, কেমডেন আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক গিয়াসআহমদ, নিউপোট যুবলীগেসভাপতি শাহ শাফি কাদির, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, নিউপোট যুবলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ওয়েলসযুবলীগ এর সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, নিউপোট যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনকার মিয়া, ইন্জিনিয়ার রুহুল আমীন, নিউক্যাসল যুবলীগ সাধারন সম্পাদক সেলিম মিয়া, বৃষ্টল বাথ ওয়েষ্ট যুবলীগ এর যুগ্ম সাধারনসম্পাদক তারিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জুনেল প্রমুখ। বক্তাগন তাদের বক্তব্যে বলেন আজ স্বাধীনতার ৫০ বছর, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজউন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, গড় আয়ু বৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয়সাফল্য অর্জন করেছে। দারিদ্র্যের হার কমছে এক দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে তিনগুণ। বাংলাদেশের নিজস্ব অর্থায়নেনিমার্ণাধীন পদ্মাসেতু এখন পুরোপুরি দৃশ্যমান। মেট্রোরেল, পায়রা গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী ট্যানেল, হযরত শাহজালালআন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে।অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোই নয়, অনেক উন্নতদেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিতে ইমাজিং টাইগারে পরিণত হয়েছে। বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্য, ঝড়, বন্যা, ছাপিয়েএখন এশিয়াসহ পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছে। সাম্প্রদায়িক হামলার কথা উল্লেখ করে তারা বলেন এ ব্যাপারে তো কোনো দ্বিমত থাকতে পারে না যে, এরা এবং এদের পূর্বপুরুষরা ১৯৭১ সালেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল পাকিস্তানকে রক্ষাকরার জন্য সবকিছু করতে। সেদিন তারা বা তাদের পূর্বপুরুষরা বাংলাদেশে যুদ্ধাপরাধ করেছে, বহু লোক হত্যা করেছে, বহুনারীকে নির্যাতিত করেছে। রাজাকার, আলবদর হিসেবে কাজ করেছে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে। কিন্তু বাংলারমুক্তিকামী আপামর জনতার জোয়ারে ওরা সেদিন ভেসে গিয়েছিল, তবে নিঃশেষিত হয়নি। বঙ্গবন্ধু হত্যার পর জিয়া-মোশতাকেরনেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধীদের মোর্চা গড়ে উঠলে তারা জিয়াকে ত্রাণকর্তা পেয়ে তার ছত্রছায়ায় একত্রিত হয়ে দেশে আবারধর্মভিত্তিক রাজনীতি শুরু করে এই রাজাকাররা। এদেরকে কটোর হস্তে দমন করতে প্রশাসন ও সরকারকে আহ্বান জানাননেতৃবৃন্দ। বর্তমান সরকারের টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথাউচু করে দাঁড়াতে সকলের সহযোগীতা কামনা করা হয় সভা থেকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন