রাকুল প্রীতের রূপের রহস্য

জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং অভিনয়ের পাশাপাশি রূপ দিয়েও মাতিয়ে রাখেন ভক্তদের। চেহারার জেল্লা ধরে রাখতে একেবারের সাধারণ পদ্ধতি মেনে চলেন তিনি। মুখে মাখেন কলার ফেসপ্যাক।

সম্প্রতি অভিনেত্রী রাকুল প্রীত সিং কলা দিয়ে তৈরি একটি প্যাক মুখে মাখার কথা বলেন। সেই প্যাক মেখে অভিনেত্রীর ত্বকের কী কী উন্নতি হয়েছে তাও সামনে নিয়ে আসেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

 

ইউটিউবে ভিডিও আপলোড করে দেখিয়েছেন ডিআইওয়াই প্যাক তৈরির পদ্ধতি। এছাড়াও বলেছেন কীভাবে এই মাস্ক ত্বকের উপকার করে।

উপাদান

১ – ম্যাশড কলা

১/২ – লেবুর রস

১ চা চামচ – মধু

 

একটি বাটিতে সব উপকরণ যোগ করুন এবং ভাল মিশ্রণ। এখন আস্তে আস্তে আপনার মুখে প্রয়োগ করুন। এটি ধোয়ার আগে কিছুসময়ের জন্য শুকিয়ে যেতে দিন। রাকুল প্রীত ভিডিওতে বলেন, যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাক টি সত্যিই ভাল কাজ করে; এটা ত্বককে নরম এবং সম্পূর্ণ করে তোলে।

ফেস প্যাকের উপকারিতা

কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কল প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ব্রণর জন্য একেবারে উপযুক্ত চিকিৎসা।

লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। এখানে আরো কিছু উপায় আছে যা আপনি ফেস প্যাকে লেবু ব্যবহার করতে পারেন। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন